ব্রেক্সিটের পর ইইউ নাগরিকরা যুক্তরাজ্যে থাকতে পারবেন
প্রকাশিত : ১৬:২০, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৬:২২, ২৩ জুন ২০১৭
ব্রেক্সিটের পর ইইউ নাগরিকরা ব্রিটিশদের মতোই সমান অধিকার নিয়ে যুক্তরাজ্যে থাকতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে ইইউ নেতাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীর মর্যাদায় ইইউ নাগরিকরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবসরভাতার ক্ষেত্রে সমঅধিকার পাবে। মে’র এ ঘোষনায় অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। তিনি একে শুভ সূচনা বলে উল্লেখ করেছেন। ব্রেক্সিট আলোচনায় ইইউ নাগরিকদের অধিকারের বিষয়টিকে প্রাধান্য পাচ্ছে। ব্রিটেনে কমপক্ষে ৩০ লাখ ইইউ নাগরিক রয়েছে। ব্রেক্সিটের পর তাদেরকে বের করে দেয়া হবে কিনা, এ নিয়ে আতঙ্কিত ছিলেন। তবে থেরেসা মে’র ঘোষণায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন