ব্রেন্ডন ম্যাককালামের জন্মদিন আজ
প্রকাশিত : ২০:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ২৮ মার্চ ২০১৭
পুরো নাম ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। খেলেছেন ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে। একজন মারমুখি ব্যাটসম্যান হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ম্যাককুলাম। তিনি জন্মগ্রহন করেন ১৯৮১ সালের ১৯শে সেপ্টেম্বর। বাবার হাত ধরেই ক্রিকেটে যাত্রা শুরু ব্রেন্ডন ম্যাককালামের। বাবা স্টুয়ার্ট ম্যাককালাম ছিলেন ওটাগো ভোল্টসের প্রথম শ্রেণীর ক্রিকেটার। সেই ক্লাবেই ১৯৯৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখেন ম্যাককালাম। এরপর ২০০২ সালে জাতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটে আন্তর্জাতিক ক্রিকেটে। চলতি বছর ২২শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরন নেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। অবসরের আগে খেলেছেন ২৬০ ওয়ানডে আর ১০১ টেস্ট ম্যাচে বার হাজারের বেশী রান করেছেন এই কুশলী ব্যাটসম্যান। এছাড়া ৭১টি টি-টুয়েন্টি ম্যাচে দুই হাজারের রান ঝুলিতে রয়েছে ম্যাককালামের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ১৬৬ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ম্যাককুলাম ২০০৭ বিশ্বকাপে কানাডার বিপক্ষে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি হাকিয়ে রেকর্ড সৃস্টি করেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লিগেও নিজেকে হার্ড হিটার হিসেবে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাককালাম। নিজ দেশের দল ছাড়াও মাঠ মাতিয়েছেন ভারতের আইপিএল এবং ইংলিশ কাউন্টি দলের হয়ে। বিভিন্ন দলের সাফল্যে রেখেছিলেন গুরুত্বপূর্ন অবদান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আরো কিছুদিন নানাভাবে ক্রিকেটের সাথে নিজেকে জড়িত রাখতে চান ব্রেন্ডন ম্যাককালাম।