ব্র্যাক ব্যাংকের সঙ্গে মেন্টর’স এর সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশিত : ২০:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের ফি প্রদানের সুবিধার্থে মেন্টর’স স্টাডি অ্যাব্রড ও ব্র্যাক ব্যাংক লিমিডেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সুবিধা প্রদানে মেন্টর’স বাংলাদেশের অন্যতম শীর্ষ সংস্থা হিসেবে কাজ করছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থীদের ফি এবং দৈনন্দিন খরচ ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট ফাইল সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে।
১৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেন্টর’স -এর পরিচালক অনিন্দ চৌধুরী, মেন্টর’স-এর বনানী সেন্টার ইনচার্জ তাজরিনা বিশ্বাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, ডিপোজিট অ্যান্ড এনএফবি বিভাগের প্রধান সারাহ আনাম, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা, গুলশান শাখার সেন্টার ম্যানেজার শারমিন কাজীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কেআই/
আরও পড়ুন