ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ব্র্যাক ব্যাংক এবং বিকাশ এর মধ্যে ফান্ড ট্রান্সফার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৭ জানুয়ারি ২০১৯

ব্র্যাক ব্যাংক এবং বিকাশ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার সুবিধা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তি স্বাক্ষরের ফলে, ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে এবং বিকাশের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের যেকোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

এ সুবিধা নিতে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন অল্টারনেট ব্যাংকিং চ্যানেল (যেমন: ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ) ব্যবহার করবেন। বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বিকাশের গ্রাহকরা বিকাশ অ্যাপ বা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করবেন।

ব্র্যাক ব্যাংক ও বিকাশের গ্রাহকরা শিঘ্রই এই নতুন ফান্ড ট্রান্সফার সার্ভিসের সুবিধা পাবেন।  

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর ৭ জানুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন।   

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং বিকাশের হেড অব এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট জাফরুল হাসান, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, হেড অব লিগ্যাল এম. মাজেদুল ইসলাম ও জেনারেল ম্যানেজার, মার্কেটিং ফয়সাল শাহেদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি