ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ব্লক হলো সালমানের ‘অভদ্র প্রেম’  

প্রকাশিত : ২৩:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৫২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ইউটিউবার সালমান মুক্তাদির আবারও বিতর্কের মুখে পড়েছেন। একেক সময় একেক ধরনের বির্তক নিয়ে হাজির এই সালমান। এবার ‘অভদ্র প্রেম’ নামে একটি অশ্লীল মিউজিক ভিডিও প্রকাশ করে প্রশ্নের মুখে মুক্তাদির।     

এর জের ধরে মঙ্গলবার ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে ডেকে নিয়ে তাকে কঠিনভাবে সতর্ক করা হয়। ঠিক একই সময়ে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গানটি হাওয়া হয়ে যায়। অনেকেই ধারণা করেছে, চাপের মুখে পড়ে গানটি মুছে ফেলেছেন তিনি।

এ প্রসঙ্গে সালমান বলেন, ‘বাংলাদেশ থেকে গানটি ব্লক করা হয়েছে। গানটি এখানকার দর্শকরা নিতে পারছেন না বলে আমি নিজেই ব্লক করে দিয়েছি। বাংলাদেশের বাইরের দর্শকরা দেখতে পারছেন গানটি।’

এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া স্ট্যাটাসে সালমান মুক্তাদিরের বর্তমান অবস্থান জানতে চান।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ওকে (সালমান মুক্তাদির) ডেকে এনে সতর্ক করা হয়েছে। অনলাইনের রাস্তাঘাট পরিষ্কার রাখতে বলা হয়েছে। তার মাধ্যমে অনলাইনে কোনও আবর্জনা তৈরি হলে তাকে গ্রেফতার করা হবে বলেও তাকে জানানো হয়েছে। এর আগে সানাই মাহবুব নামের আরও একজনকে সতর্ক করা হয়েছে ’

এ অভিযান চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে নিরাপদ ইন্টারনেট সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা জনগণকে বিশুদ্ধ কনটেন্ট দিতে চাই। এতে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সালমান মুক্তাদির গত ৯ ফেব্রুয়ারি তার মিউজিক ভিডিওটি প্রকাশ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। সালমানের বিরুদ্ধে ‘অশ্লীলতা’র অভিযোগও আনা হয়। তারই পরিপ্রেক্ষিতে তাকে ডেকে সতর্ক করা হলো।

এসি 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি