ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভিডিও দেখুন

বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে ৮০ শতাংশ প্রণোদনা বাস্তবায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ৫ নভেম্বর ২০২০

করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে সিপিডি। তবে ক্ষুদ্র উদ্যোক্তদের ক্ষেত্রে বাস্তবায়ন হার ২৮ শতাংশ।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, এতে করে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের ঝুঁকি কাটেনি।

সিপিডি জানায়, কৃষিখাতের জন্য দেয়া প্রণোদনার ৪৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। নতুন ব্যবসায়ী, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের জন্য নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ দেন গবেষকরা।

বক্তারা বলেন, কর্মসংস্থানের প্রোগ্রাম, নাম্বার এবং বিওয়ানের বাইরে অন্য কিছু একটা করে দিলে তাদের সুবিধা হয়, সেই জায়গায় গেলে আমাদের জন্য ভাল হবে।
এএইচ/ এসএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি