ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনতে সিএসইর বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বন্দরনগরীর বড় বড় শিল্প প্রতিষ্ঠান কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শীর্ষ  উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন সিএসই চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন ও ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

চট্টগ্রামের শিল্পগ্রুপগুলোকে কিভাবে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায় সে বাপারে আলোচনা হয় বৈঠকে। এছাড়া বন্দর নগরী চট্টগ্রামকে দেশের পুঁজিবাজারে তথা সামগ্রিক অর্থনীতির উন্নতির জন্যে কিভাবে কাজ লাগানো যায় সে ব্যাপারেও আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হুসেইন আকবর আলি, আবুল খায়ের গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী, টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম, পিএইচপি গ্রুপের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান আব্দুস সামাদ, মীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুস সালাম প্রমুখ।

 

//আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি