ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বড় জয়ে শিরোপা মিশনে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২১ আগস্ট ২০২২

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কোনোরকম ন্যূনতম ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখার শুরু করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচেই অবশ্য প্রত্যাশিত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো অ্যানচেলত্তির দল। 

শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে ৪-১ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে এটা টানা তৃতীয় জয় রিয়ালের।

রিয়ালের দুর্দান্ত এই জয়ের নায়ক অবশ্য একক কেউ নন। ম্যাচে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। গোলের দেখা পেয়েছেন করিম বেনজেমা, লুকা মডরিচ, ভিনিচিয়াস জুনিয়র ও ফেডেরিকো ভালভার্দে। 

দুর্দান্ত পারফরম্যান্সে হঠাৎই চলে যাওয়া ক্যাসেমিরোর অভাবটা বুঝতেই দেয়নি এই চার তারকা। নিজেরা গোল করার পাশাপাশি মডরিচ ও ভিনিচিয়াস সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন।

পাঁচ গোলের ম্যাচে প্রথম দুটিই অবশ্য হয়েছে স্পট কিক থেকে; হ্যান্ডবলের কারণে। ১৪ মিনিটে বেনজেমা পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেনি তারা। নয় মিনিটের ব্যবধানে পাল্টা পেনাল্টি গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। স্বাগতিকদের লড়াইয়ে ফেরান ইগো আসপাস। বিরতির বাঁশির আগেই ফের লিড রিয়ালের।

মাদ্রিদ জায়ান্টদের এবার এগিয়ে দেন মডরিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের গোলটা অনেক দিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের। বিরতি থেকে ফিরেই রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন ভিনিচিয়াস জুনিয়র। ৬৬ মিনিটে ভালভার্দে করেন শেষ গোল। রিয়াল অবশ্য আরো একটি গোল পেতে পারতো। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি মিস করেন ইডেন হ্যাজার্ড।

রাজসিক এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচ ও পয়েন্ট থাকা সত্ত্বেও গোলগড়ে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল বেটিস। 

তিনে থাকা ওসাসুনার তিন ম্যাচে সংগ্রহ ছয় পয়েন্ট। দুই ম্যাচে চার পয়েন্ট রায়ো ভায়োকানোর। এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে দশে আছে সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি