ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় জয় অ্যাথলেটিকোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লা লিগায় বড় জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজ মাঠে রিয়াল ভায়েদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ওয়ান্দা মেট্রোপলিতানোয় শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সিমিওনির শিষ্যরা। 

একের পর এক আক্রমণে ১৮ মিনিটে সফলতা পায় অ্যাথলেটিকো। আতোয়ান গ্রিজমানের বাড়ানো বল জালে জরান স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। 

এর ৫ মিনিট পর আরও এগিয়ে যায় স্বাগতিকরা। এবার স্কোরশিটে নাম তোলেন গ্রিজমান। 

ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্প্যানিশ ডিফেন্ডার মারিও হারমোসো। 

বিরতির পর খেলার ধার কিছুটা কমলেও কোনো গোল শোধ করতে পারেনি ভায়েদোলিদ। 

এ জয়ে ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি