বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ(ভিডিও)
প্রকাশিত : ১১:০১, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫২, ১৬ জুলাই ২০১৮
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার হয়ে গলা ফাটিয়েছে ফুটবল প্রেমীরা।
আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নেই। এরপরও ফাইনাল বলে কথা। দুই ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়ার লড়াই দেখতে এই আয়োজন ফুটবল ভক্তদের।
ফরাসি সৌরভ ছড়িয়ে ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফ্রেঞ্চ সমর্থকরা।
ফাইনালে ক্রোয়েট সমর্থনকরা ভক্তরা কিছুটা হতাশ। তবে,বিশ্বকাপে নবাগত এই দলের নৈপূনে প্রশংসা তাদের কন্ঠে।
তবে ফ্রান্সের তারুন্যমত ফুটবল ছন্দ আর ক্রোয়েশিয়ার শিরোপা জয়ের দৃঢ়তায় মুগ্ধ সবাই।