ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বড় শাস্তির মুখে সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১ সেপ্টেম্বর ২০১৮

বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সমালোচিত ক্রিকেটারটির নাম সাব্বির রহমান। নারীঘটিত ব্যাপার এবং দর্শকদের গালিগালাজ ও পেটানোর অভিযোগে একাধিকবার আর্থিক জরিমানাও গুনতে হয়েছে তাকে। এছাড় ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন সাব্বির। তবে এবার আরও বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের এ ব্যাটসম্যান।

হয়তো আজ শনিবার দুপুর গড়াতেই নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন সাব্বির রহমান রুম্মন। একটু গোলমেলে ঠেকছে? ডাকা হল সাব্বির, নাসির ও মোসাদ্দেককে- কিন্তু শাস্তির খড়গের কথা বলা হলো শুধু সাব্বিরের উপর।

মেলাতে কষ্ট হওয়ারই কথা। সাব্বির, নাসির ও মোসাদ্দেককে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে সাম্প্রতিক যে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ উঠেছে তারই প্রেক্ষিতে বিসিবিতে তলব করা হয়েছে এই তিন ক্রিকেটারকে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাব্বির ছাড়া বাকি দুজনের আপাতত কোনও শাস্তির সম্ভাবনা নেই। কিন্তু সাব্বিরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাময়িক যতি টেনে দিতে পারে!

বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে সাব্বির রহমানকেও আজ শনিবার তলব করেছে বিসিবি। তাদের ডাকার সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। তবে সাম্প্রতিক বিতর্কিত অভিযোগ নিয়েই সেখানে আলোচনা হবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

সূত্র জানায়, এই আলোচনায় সাব্বিরের ওপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দেওয়া হয়। আগের শৃঙ্খলাজনিত পদক্ষেপের বিবেচনায় নিলে, নিষেধাজ্ঞা হতে পারে কমপক্ষে ছয় মাসের। তবে তার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ রাখা হতে পারে। কারণ আগামী বছর অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। সেখানে সুযোগ পাওয়ার দরজা খোলা রাখতেই ঘরোয়া ক্রিকেটে খেলার সুবিধাও বন্ধ না রাখার সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, এর আগে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ ছিলেন সাব্বির। সর্বশেষ গত ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় এক ভক্তের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে অশ্লীল গালাগাল এবং হুমকি প্রদান করেন তরুণ এই ব্যাটসম্যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি