ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বড় সংগ্রহের আশায় মাঠে নামছে প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমের সেনিউজ পার্কে প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ২৯৮ রান। ওপেনার ডিন এলগার ১২৮ ও হাশিম আমলা ৬৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বড় সংগ্রহের আশা নিয়েই আজ মাঠে নামছে প্রোটিয় ব্যাটসম্যানরা।

বাংলাদেশের বোলারদের জন্য দিনটি ছিল হতাশার। সাকিববিহীন বাংলাদেশের বোলিং আক্রমন একেবারে নখ-দন্তহীন মনে হয়েছে। ৯০ ওভার বোলিং করেও উইকেট পাননি কোনো টাইগার বোলার। একমাত্র উইকেটটি এসেছে রানআউটের মাধ্যমে। দলীয় ১৯৬ রানে ব্যাক্তিগত ৯৭ রান করে সাজঘরে ফিরেছিলেন অভিষিক্ত কাইল মার্করাম।

এরপর উইকেটে এসেছেন হাশিম আমলা। ডিন এলগার ও আমলা এতোমধ্যে ১০২ রানের জুটি গড়ে ফেলেছেন । দ্বিতীয় দিনের শুরুতেই এ জুটি ভাঙ্গতে না পারলে  এ টেস্টে আরো বেশি নড়বড়ে হয়ে যাবে বাংলাদেশের অবস্থান। ম্যাচে ফিরতে হলে তাই উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই মুশফিকবাহিনীর সামনে।

এম/আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি