ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভক্তদের উন্মাদনার শিকার মেসি, আটক ২ সমর্থক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১৫ নভেম্বর ২০২২

কাতারে পৌঁছানোর আগেই ভক্তদের উন্মাদনার শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আটক হয়েছেন দুই সমর্থক।

ক্লাব ফুটবল শেষ করে বিশ্বকাপ মিশনে সংযুক্ত আরব আমিরাতে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেন লিওনেল মেসি। বুধবার কাতারে পা রাখবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগে আবুধাবি বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলনে নামে আর্জেন্টিনা। সেই সময় নিরাপত্তা বলয় ভেঙে আর্জেন্টিনার অনুশীলন চলাকালে দুই সমর্থক ঢুকে পড়েন মাঠের মধ্যে। 

মেসির দিকে ছুটছিলেনও তারা। তবে, বেরসিক নিরাপত্তারক্ষীরা তাতে বাগড়া দেয়। 

দূর থেকে অবশ্য পুরো ঘটনাই উপভোগ করেন মেসি ও তার সতীর্থরা। 

এটি স্বাভাবিক একটি ঘটনা বলেই সাংবাদিকদের জানান কোচ স্কালোনি। তিনি বলেন, মেসির মতো কিংবদন্তিকে দেখতে মাঠের মধ্যে ভক্তরা ঢুকে পড়ার চেষ্টা করবেন, সেটা তো অপ্রত্যাশিত নয়। আমরা খুব সহজভাবেই গোটা বিষয়টাকে দেখছি। এখানকার নিরাপত্তা নিয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

আগামীকাল বুধবার প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে আলবেসিলেস্তারা।

২৩ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি