ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না: টেন্ডুলকার
প্রকাশিত : ১৮:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
আমাদের ভদ্রতাকে যেন কখনই দুর্বলতা মনে করা না হয় বলে মন্তব্য করেছেন ভারতের লিটল মাস্টার শচিন টেন্ডুলকার। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।
ইতিমধ্যে ভারত কাশ্মীরে হামলার জন্য পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। এ সময় সেনাবাহিনীকে শচিন উৎসাহ দেন। পাকিস্তানের সীমানা পেরিয়ে ভোর সাড়ে ৩টার দিকে যুদ্ধবিমান মিরাজ-২০০০ সহ অন্যান্য জঙ্গিবিমান থেকে কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানায় অন্তত এক হাজার কেজি ওজনের বোমা ফেলা হয়েছে। এতে অন্তত ৩০০ জনের নিহত হওয়ার দাবি করেছে ভারত। তবে পাকিস্তান নিহতের খবর অস্বীকার করেছে।
অনেকে একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন। ভারতীয় সেনাদের প্রশংসায় পঞ্চমুখ দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ব্যতিক্রম নন, ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। তিনিও বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া টুইটার।
এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইটবার্তায় লিটল মাস্টার লিখেছেন, আমাদের ভদ্রতাকে যেন কখনই দুর্বলতা মনে করা না হয়। আমি বিমানবাহিনীকে স্যালুট জানাচ্ছি।
এর আগে ভারতীয় সেনাদের প্রশংসা করেন বীরেন্দ্র শেবাগ। তিনি বলেন, ছেলেরা দারুণ খেলেছে। গৌতম গম্ভীর জানিয়েছেন, জয় হিন্দ, আইএএফ। যুজবেন্দ্র চাহাল লেখেন, ভারতীয় বিমানবাহিনী, খুব কঠিন, খুব কঠিন।
শিখর ধাওয়ান লেখেছেন, আমি বিমানবাহিনীর যোদ্ধাদের সাহস ও সময়োচিত শিক্ষা দেয়ার জন্য সেলাম জানাচ্ছি। আজিঙ্কা রাহানে লেখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্যন্ত জরুরি বার্তা দিয়েছেন আকাশ প্রহরীরা। তোমাদের জন্য আমরা গর্বিত।
গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ৪০ সিআরপিএফ সদস্য নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানে ঘাঁটি গড়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বর্বর এই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিহাসের তলানিতে ঠেকেছে।
এসি