ভবন নির্মাণের আইনগুলো পরীক্ষা করতে হবে : ড. কামাল
প্রকাশিত : ১২:০৯, ২৯ মার্চ ২০১৯
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে প্রথমত সেগুলো পরীক্ষা করতে হবে। নকশা মেনে ভবন না তৈরি করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে। সব দেশেই এবিষয়ে আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয়গুলো পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।’
তিনি আজ শুক্রবার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে প্রথমত সেগুলো পরীক্ষা করতে হবে, সেখানে কোনো ঘাটতি আছে কি না। এতো এতো বহুতল ভবন হয়েছে এবং হচ্ছে সেগুলো আইন মেনে নির্মাণ করা হয়েছে কিনা। সেগুলোর নকশায় কোনো ঘাটতি ছিল কিনা- বিষয়গুলো দেখতে হবে। নকশা মেনে ভবন না তৈরি করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে।’
ড. কামাল বলেন, ‘এসব ভবনে আগুন লাগলে করণীয় কি হবে তাও নির্ধারণ করতে হবে। মানুষতো ১০-১২ তলা থেকে লাফিয়ে বাঁচতে পারবে না। সব দেশেই এমন আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয়গুলো পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি, এখানেই থেমে থাকবো না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির নকশায় কি ছিল, কারা কীভাবে অনুমোদন দিয়েছে, অনুমোদন দেওয়ার ক্ষেত্রে চোখ বন্ধ করে দিয়েছিল নাকি বুঝে-শুনে দিয়েছে- এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখবো। আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকলে তা আমাদের দিয়ে সহায়তা করবেন।’
এসএ/
আরও পড়ুন