ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ভবন মালিকের গুলিতে আহত হোটেল ম্যানেজারের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে ভবন মালিকের গুলিতে আহত হোটেল ম্যানেজার শফিউর রহমান কাজলের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজন ও থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে।

এর আগে রোববার আংগুরা প্লাজা নামের একটি ভবনের মালিক আজাহার তালুকদারের অস্ত্রের গুলিতে আহত হন ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার শফিউর ও কর্মচারী জনি। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, গুলির ঘটনায় রেস্তোরাঁর মালিকের করা মামলাটি এখন হত্যা মামলা হবে। মামলার দুই আসামিকে এর আগেই গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার আঙ্গরা প্লাজার মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ডের শুনানির জন্য আজ মঙ্গলবার নির্ধারণ করে দেয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি