ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভয়াবহ বোমা হামলায় মোগাদিসুতে ৮৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১৫ অক্টোবর ২০১৭

ভয়াবহ বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় কমপক্ষে ৮৫ জন লোক নিহত হয়েছেন। একটি হোটেলের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরক ভর্তি ট্রাক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে বহু লোক আহতও হয়েছে।

অপরদিকে শহরের মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয়। যাতে আরো ২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এই বোমা হামলা কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এবং মোগাদিসু তাদের নিয়মিত টার্গেট।

বিবিসির খবরে জানা যায়, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে।

বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি বৃহৎ আকারের বোমা হামলা।

সূত্র : বিবিসি বাংলা

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি