ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভরা মৌসুমেও সাগরে মিলছে না রূপালি ইলিশ

প্রকাশিত : ১৩:৫০, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫০, ৩ জুলাই ২০১৬

ভরা মৌসুমেও সাগরে মিলছে না রূপালি ইলিশ। এ’ কারণে হতাশা বিরাজ করছে উপকূলীয় এলাকার লাখ লাখ জেলে পরিবারে। অন্যান্য বছর এই সময়ে বরগুনার বিভিন্ন মৎস্য বন্দরে প্রতিদিন লাখ লাখ টাকার ইলিশ কেনা-বেচা হয়। তবে, এবার চিত্র ভিন্ন। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় মাছ শূণ্য মৎস্য বন্দরগুলো। বরগুনার নলটোনা গ্রামের জেলে পল্লীর বাবুল বড়িয়ালের ছেলে রাজু ছোট বেলা থেকেই বাবার সাথে মাছ ধরতে যায়। এই রোজগার দিয়েই চলে তাদের সংসার। কিন্তু, এবার মৌসুমের শুরু থেকেই যাচ্ছে মন্দা। এখন খেলাধূলা করে দিন কাটলেও, ইলিশ ধরা না পড়ায় মন খারাপ তার। ঈদের আনন্দও ফিকে হয়ে আসছে রাজুর। রাজুর মতো অনেক জেলে পরিবারেই এবার ঈদ আনন্দ দূরের কথা, থাকতে হচ্ছে অর্ধাহারে- অনাহারে। এদিকে, সরকারের পক্ষ থেকে জেলেদের সহায়তা দেয়া হলেও, প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে জানান তারা। ইলিশ ধরা না পড়ায় ঋণের বোঝা বাড়ছে এ’ পেশার সাথে জড়িতদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি