ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবি জাবি ছাত্রশিবিরের
প্রকাশিত : ২২:৪৬, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২৩:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং একই সাথে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯ ডিসেম্বর প্রকাশিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে, 'এ', 'বি', 'সি' ও 'ডি' ইউনিটের প্রতি ইউনিটের জন্য ৯০০ টাকা, 'ই' ইউনিটের জন্য ৭৫০ টাকা, 'সি-১', 'এফ', 'জি' ও 'এইচ' ইউনিটের জন্য ৬০০ টাকা এবং 'আই' ইউনিটের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
ভর্তির আবেদনের অযৌক্তিক ফি নির্ধারণে উদ্বেগ প্রকাশ ও যৌক্তিক ফি নির্ধারণের দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি এবং সেক্রেটারি মহিবুর রহমান মুহিব বলেন," শিক্ষা কোন ব্যবসার বিষয় না, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি সে রাষ্ট্রে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক প্রয়োজন রাষ্ট্র পূরণ করবে। জুলাই গণঅভ্যুত্থান সেই ইনসাফের স্পিরিটই ধারণ করে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জিম্মি বানিয়ে প্রয়োজনের অতিরিক্ত অর্থ আদায়কে প্রাতিষ্ঠানিক বৈষম্যের নজির হিসেবে দেখছি।"
নেতৃবৃন্দ আরও বলেন, "গণঅভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের ধীরে ধীরে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। সে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ ও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছি।"
এমবি
আরও পড়ুন