ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভর্তি পরীক্ষায় দুর্নীতি রুখবে বেরোবি ছাত্রলীগ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৫, ৯ নভেম্বর ২০১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষার সময় চাঁদাবাজি, র‌্যাগিং, ভর্তি জালিয়াতি প্রতিরোধ করা এবং ভর্তিচ্ছুদের হলে থাকা ও ডাইনিংয়ে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থাসহ সব রকম সহায়তা প্রদান করবে বেরোবি ছাত্রলীগ। 

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া এসব কথা বলেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সভাপতি প্রমেল বড়ুয়া, শহীদ মুখতার ইলাহী হল ছাত্রলীগ সভাপতি হাসান আলী, ছাত্রলীগ কর্মী জুয়েল, জাকির, তানভীর, জাকারিয়া প্রমূখ।

এ সময় ছাত্রলীগ নেতারা আরও বলেন এ বছর ভর্তি পরীক্ষার সময় প্রথম বারের মতো আবাসিক হলে ভর্তিচ্ছু এবং শিক্ষার্থীরা থাকতে পারছে । আমরা চাই ভর্তি পরীক্ষায় কোন রকম অনিয়ম না হয়। যদি কেউ কোথাও কোন ভর্তিচ্ছুকে হয়রানি বা ভর্তি জালিয়াতির চেষ্টা করে তবে বেরোবি ছাত্রলীগ তা প্রতিহত করতে বদ্ধ পরিকর।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি