ভর্তি পরীক্ষা শেষে জাবির ক্যাম্পাস পরিচ্ছন্ন করল ছাত্রদল
প্রকাশিত : ১১:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করার কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন করেন তারা।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ভর্তি পরীক্ষার সময় বহিরাগত পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমনের ফলে প্রচুর আবর্জনা জমে যায়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, শুধু সংগঠনের সদস্যরা নয়, সাধারণ শিক্ষার্থীরাও যেন পরিচ্ছন্ন ক্যাম্পাসের বিষয়ে সচেতন হয়। পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছনতা অভিযানে অংশ নেন।
এএইচ
আরও পড়ুন