ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাইরাল হওয়া গানের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ ভারতীয় একটি চলচিত্রের টিজার গানের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। গানটির কিছু দৃশ্য এবং শব্দে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করে মুকিথ খান নামের হায়দ্রাবাদের এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ হায়দ্রাবাদের উপ পুলিশ কমিশনার ভি সত্য নারায়ণ।

মুকিথের বরাত দিয়ে উপ কমিশনার জানান, “ঐ গানের কিছু শব্দ আছে যা একজন মুসলিম হিসেবে তার ভাবাবেগকে আঘাত করে আমাদের কাছে লিখিতভাবে জানান মুকিথ। মুকিথের দাবি, ঐ গানে মুসলিমদের নবী হযরত মোহাম্মদ ও তার স্ত্রী খাদিজার প্রসঙ্গে কিছু কথা আছে। তবে সে গানের সাথে যে দৃশ্য দেখানো হয় তা অনুচিত। গানটির অনুবাদ জানার পর তিনি এ বিষয়ে জানতে পারেন”।

কী ছিল ঐ দৃশ্যে?

আরু আদার লাভ চলচিত্রের একটি গানের দৃশ্যে দেখা যায় যে, একটি স্কুলের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন একটি ব্যান্ড। দর্শক সারিতে তা উপভোগ করছিলেন অভিনেত্রী। পাশেই দাঁড়ানো ছিলেন অভিনেতা। এরপর অভিনেতার দিকে দৃষ্টি দেন অভিনেত্রী। বিগলিত কিশোর সুকৌশলে নিজের হাসিমাখা মুখে এক চোখের ভ্রু নাচিয়ে দিলেন। 

নিমিষেই ওই কিশোরী প্রথমে এক ভ্রু পরে দ্বিতীয় ভ্রু সুনিপুণভাবে নাচিয়ে দিলেন। রীতিমতো বিস্ময়কর। এরপর ওই কিশোরও একইভাবে নিজের দুই ভ্রু নাচিয়ে দিলেন। পরে মেয়েটি হাসিমুখে চোখ টিপ দিলেন।মেয়েটির এমন ভাব দেখে ছেলেটি অত্যন্ত আবেগে সুখের জোয়ারে ভেসে গেলো। প্রেমমাখা লজ্জায় মুখ লুকালেন বন্ধুর কাছে।

ইতোমধ্যে ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভাইরাল হয় ভিডিওটি। অভিনেত্রী প্রিয়া প্রকাশ আর অভিনেতা রোশান আবদুল রীতিমত সেলিব্রেটি বনে গেছেন। কিন্তু এরই মধ্যে বাঁধ সেধে বসলেন মুকিথ।

হায়দ্রাবাদের স্থানীয় গণমাধ্যমে মুকিথ বলেন, “গানটির শব্দগুলো নিয়ে আমার কোন আপত্তি নেই। আমার আপত্তি হল যে সেময় আমাদের নবীকে নিয়ে গানটিতে কথা হচ্ছিল তখন কেন চোখ মারা হল? একজন মুসলমান হিসেবে এটি আমার অনুভূতিকে আঘাত করেছে”।

হায়দ্রাবাদ পুলিশের উপ কমিশনার ভি সত্য নারায়ণ জানান, মুকিথের অভিযোগের প্রেক্ষিতে একটি আইনী নোটিশ ছবিটির পরিচালক ওমর লুলু’র কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্রঃ বিবিসি বাংলা

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি