ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাঙা পা নিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা দিলেন হার না মানা মাইসুরা

শাহীন আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ২৭ মে ২০২৩ | আপডেট: ১৪:৪৬, ২৭ মে ২০২৩

Ekushey Television Ltd.

শারীরিক অসুস্থতা যে কোন বাধা হতে পারে না তা আবারও প্রমাণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী মাইসুরা রহমান। ভাঙা পা নিয়ে মেঝেতে বসেই পরীক্ষা সম্পন্ন করেন এই ভর্তিচ্ছু।

শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ১টা পর্যন্ত। ব্যবসায় অনুষদ ভবন কেন্দ্রের নিজতলার ১০৫নং কক্ষে ঐ ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, রিকশা উল্টে যাওয়ার কারণে গত ৫ মে পা ভেঙে যায় তার। ভাঙা পা নিয়েই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

মাইসুরা কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। স্বপ্ন ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করার। তাই নিজের স্বপ্ন পূরণে লড়াই করছেন শারীরিক অসুস্থতা নিয়ে।

পরীক্ষা শেষে তিনি বলেন, পরীক্ষা ভালো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অনেক সাহায্য করেছেন। যদি চান্স পাই, তাহলে ইবির ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করতে চাই।

মাইসুরা আরও বলেন, আমার সাথে মা-বাবা এসেছেন। তারা আমার জন্য সব সময় লড়াই করে যাচ্ছেন। পাশে তারা আছেন বলেই ভরসা পাচ্ছি। মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই, এই কষ্ট সার্থক হবে যদি ভর্তিযুদ্ধে সফল হতে পারি।

এ বিষয়ে মাইসুরার বাবা মখলেছুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। তারা মেয়ের পরীক্ষার জন্য সব রকম সাহায্য করেছেন। সে যেহেতু পা নিয়ে সিটে বসে পরীক্ষা দিতে পারবে না তার জন্য শিক্ষকরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিয়েছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, মেয়েটি যেহেতু পা নিয়ে চেয়ারে বসতে পারে না, তাই তার পরীক্ষার সুবিধার্থে নিচে ব্যবস্থা করেছি। উপাচার্য স্যারকে বিষয়টি জানানোর পর তিনি তাৎক্ষণিক বিষয়টির ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি