ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ক্রিকেট উত্তেজনা

ভারতকে নিয়ে ভাবার কিছু নেই: শোয়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৮ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তান-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর ক্রিকেট মাঠের সেই উত্তেজনা ছড়ায় দুদেশের রাজনীতিতেও। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে। তবে ভারতীয় জামাই শোয়েব মালিক মনে করেন, সব ম্যাচের মতোই পাকিস্তান ম্যাচটি জিততে চাইবে।

শুধু তাই নয়, সানিয়াপত্নী আরও বলেন, এশিয়া কাপে সব দলকে নিয়ে ভাবতে হবে। ভারতকে নিয়ে আলাদা কিছু ভাবার নেই। তবে এশিয়ার কাপের ফাইনালে শেষ হাসিটা যে তারাই হাসতে চায়, এমনটাও জানিয়ে দিয়েছেন তিনি।

১৯ সেপ্টেম্বর গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। এ নিয়ে ক্রিকেটাঙ্গন থেকে সর্বমহলে চলছে তুমুল আলোচনা। কিন্তু এতে এত আলোচনার কিছু দেখছেন না শোয়েব, আসছে এশিয়া কাপে লড়বে ভারত-পাকিস্তান। সতীর্থদের উদ্দেশে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, চাপ নেয়ার কোনো দরকার নেই।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি