ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে সৌদি যেতে যেসব ভারতীয়রা ইচ্ছুক তাদেরকে পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।

নতুন এই নিয়ম মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে এ তথ্য জানিয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

জানা গেছে, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। মূলত সৌদিতে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সৌদি যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানেই ভারত। সবমিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন প্রায় ২৭ লাখ বাংলাদেশি। অপরদিকে ভারতীয় আছেন ২৪ লাখ। যার প্রায় ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আর বাকি ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মীর কাজে নিয়োজিত।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ রয়েছে, দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই। যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়। ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি