ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতীয় ক্রিকেট দলে ফের আসছেন টেন্ডুলকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ৮ জুন ২০১৮

ভারতের ক্রিকেট দলে ফের দেখা যাবে টেন্ডলকারকে। তবে এ টেন্ডুলকার, শচীন টেন্ডুলকার নয়। তিনি জুনিয়র টেন্ডুলকার। আসন্ন শ্রীলংকা সফরের জন্য ভারত অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডাক পেলেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। ভারতের জুনিয়র নির্বাচক কমিটি ১৫ সদস্যের দলে ১৮ বছর বয়সী অর্জুনকে অসন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।

দু’টি চারদিনের ম্যাচের জন্য ভারত দলে সুযোগ পেলেন অর্জুন। অবশ্য ঐ সফরে চারদিনের দু’টি ম্যাচ ছাড়াও পাঁচটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে। ওয়ানডে দলে জায়গা হয়নি অর্জুনের। মুম্বাইয়ে জুনিয়র ক্রিকেট দলে খেলা বাঁ-হাতি পেসার ও ব্যাটসম্যানঅর্জুনকে অলরাউন্ডার হিসেবে দলে নেয়া হয়েছে।

উচ্চতায় ছয় ফুট অর্জুন, সম্প্রতি অনুর্ধ্ব-১৯ ঘরোয়া আসরে পাঁচটি ম্যাচে ১৮ উইকেট শিকার করেন। এরমধ্যে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারও রয়েছে তার ।
২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্টের আগে নেটে বোলিং করে আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে আসেন অর্জুন। ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগের আগে মুম্বাই জুনিয়র দলের হয়ে খেলেছিলেন অর্জুনের বাবা টেন্ডুলকারও।

ভারতীয় ক্রিকেটের আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশীপে রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। এর এক বছরই পরই জাতীয় দলে ডাক পান টেন্ডুলকার। ২৪ বছর জাতীয় দলে খেলে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক হন টেন্ডুলকার। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের একশ সেঞ্চুরির মালিকও তিনি। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেন্ডুলকার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি