ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় পুরুষরা কাপুরুষ: মন্দিরা বেদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৩৩, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমান সময়ে স্যোশাল মিডিয়া এতটাই উন্মুক্ত যে কাউকে ভালো না লাগলে তার পোস্টের নিচে অশালিন কথা লিখতেও অনেকে দ্বিধাবোধ করেননা। কখনো কখনো এসব মাত্রা ছাড়িয়েও যায়। অনেকে এর জবাব দেন আবার কেউবা চুপ মেরে থাকেন। 

তবে যাদের কাছে ট্রোল হতে হয়েছে তাদের প্রকাশ্যে জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে সম্প্রতি শুরু হওয়া টেলি শো `ট্রোল পুলিশ`।

`ট্রোল পুলিশ`-শোতে হাজির হয়ে ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্চালক তথা অভিনেত্রী মন্দিরা বেদী। তার কথায়, অধিকারের বাইরে গিয়ে পুরুষরা আমার বিচার করেছে এমন ঘটনা আমার সঙ্গে বহুবার ঘটেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সামনা-সামনিই এধরনের ঘটনা ঘটেছে। 

আমিও তাদের পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পেয়েছি। তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে দিন বদলেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করেন। তারা যে ধরনের ভাষা প্রয়োগ করেন সেটাকে আমার হেনস্থা বলেই মনে হয়। আসলে আমার মনে হয় ভারতীয় পুরুষরা আসলে কাপুরুষ।

মন্দিরা বেদীর কথায়, এ ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাদের পাল্টা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। শিক্ষার অভাবেই তারা এ ধরনের ঘটনা ঘটান। বিশেষ করে যে সমস্ত পুরুষরা নারীদের চার দেয়ালের মধ্যে বন্ধ করে রাখার পক্ষপাতি, তারাই এই মন্তব্য করেন।

`ট্রোল পুলিশ` শোয়ের সঞ্চালক রণবিজয় সিং `রোডিস` নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বর্তমানে এই শোয়ের সঞ্চালনা করছেন অভিনেত্রী জেরিন খান।

প্রসঙ্গত, জেরিনও কিছুদিন আগে এই শোয়ে অতিথি হিসাবে এসে এক ট্রোলারকে কষিয়ে থাপ্পড় মারার হুমকি দিয়েছিলেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি