ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় ভক্তদের মন রক্ষায় ‘দ্য রক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতে ক্রিকেটই ধর্ম। আর তাই ক্রিকেট শেখার চেষ্টা করলেন ডোয়েন ‘দ্য রক’ জনসন। ডোয়েন জনসনের চেয়ে ‘দ্য রক’ নামেই বেশি জনপ্রিয় এই হলিউড অভিনেতা। আগামী ২৯ ডিসেম্বর ভারতে তাঁর সিনেমা ‘Jumanji : Welcome To The Jungle’ মুক্তি পেতে যাচ্ছে। তার আগে ক্রিকেট নিয়ে ভক্তদের মন জয়ের চেষ্টা করলেন দ্য রক।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুরু হয় ডোয়েন জনসনের ক্রিকেট-পরীক্ষা। তবে কিছুই বুঝতে পারেননি তিনি। আম্পিয়ার হাত তুলে আউট দিচ্ছেন। আর সেই সঙ্কেত ধরতে পারছেন না তিনি।

তবে ভিডিওটি বেশ মজার। আম্পিয়ারের সিদ্ধান্তগুলো নিয়ে মজা করেছেন ডোয়েন জনসন। তবে মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের ভিডিওটি দেখে একদম ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন ডোয়েন জনসন।

নিজের সিনেমার প্রচারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন এই হলিউড তারকা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি