ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভারতেই হচ্ছে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৮ আগস্ট ২০২২

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর তাই আগামী ১১ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আর কোন শঙ্কা থাকলো না। 

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৯ আগস্ট ভারতে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছিল ফিফা। এর ফলে ভারতের পুরুষ ও নারী ফুটবলের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বিশেষ করে প্রথমবারের মত আয়োজিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে সব ধরনের প্রস্তুতি থাকা সত্তেও ভারতে দেখা দেয় অনিশ্চয়তা।
 
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এআইএফএফ এখন তাদের দৈনিক কার্যক্রমে ফিরে আসবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো দ্রুত নির্বাচনের তারিখ চূড়ান্ত করা। ফিফা প্রতিনিয়ত তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এআইএফএফ’র নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রমে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে ফিফা। 

একইসঙ্গে আগামী ১১-৩০ অক্টোবর ভারতে ফিফা অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজিত হতে আর কোন বাঁধা থাকলো না। 

উল্লেখ্য, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেল তার মেয়াদ শেষ হয়ে যাবার পরেও পদ থেকে সড়ে না দাঁড়ানোর কারণে জটিলতা দেখা দেয়। ফিফা তার সভাপতির পদ অকার্যকর ঘোষণা করে আলাদা একটি কমিটির কাছে নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি