ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের কাছে দয়া নয়, প্রাপ্য চাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ১৪ এপ্রিল ২০১৭

দেশের স্বার্থের কথা না ভেবে সরকার ভারতকে সব দিয়ে এসেছে বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিকেলে জাসাসের  অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিস্তার পানির ইস্যুতে খালেদা জিয়া বলেন, ভারতের কাছে দয়া নয়, প্রাপ্য চাই।
বাংলা নববর্ষ বরন উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সরকার ভারতের কাছ থেকে  তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার দাবী তুললে বিএনপি পাশে থাকতো।
প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব মেনে নিলেও প্রভুত্ব মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন। দাবী আদায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ।
নির্বাচিত সরকার নয় বলেই সরকার সমমর্যাদার ভিত্তিতে দাবী আদায়ে ব্যর্থ বলে মন্তব্য করেন খালেদা জিয়া।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি