ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের কাছে ৫১ রানে হারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২১ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় সাইফ হাসানের দল।

শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ভালোই চেপে ধরেছিল টাইগার যুবারা। কলম্বোয় বল হাতে একরকম দাপটই দেখিয়েছেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানরা। তিন বোলারের প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট।

টাইগার বোলিং তোপে ৪৯.১ ওভারেই ২১১ রানে গুটিয়ে যায় ইয়াশ দুলের ভারত। লক্ষ্য তাই ছিল অনেকটা হাতের নাগালে। ওভার প্রতি চার রান তুলতে পারলেই ফাইনালের টিকেট নিশ্চিত হতো সাইফ হাসানের দলের।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। মোহাম্মদ নাঈম ও  তানজি হাসান তামিম আউট হলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। নাঈমের ৩৮ আর তামিমের ৫১ রানের পর আর কোনো ব্যাটারই ২৫ রানের ঘর পেরোতে পারেনি।

নিশাত সিন্ধুর পাঁচ উইকেট নেওয়ার ম্যাচে ৩৪.২ ওভারে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।  

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি