ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতের জাতীয় দলে শচীনপুত্র অর্জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৮ জুন ২০১৮ | আপডেট: ০৮:৫৩, ৮ জুন ২০১৮

অনূর্ধ্ব-১৯ দলে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। অর্জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ৪ দিনের ম্যাচ খেলবে বলে মনে করা হচ্ছে।
২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে অর্জুনের। এরপর থেকে ধারাবাহিক ভাবে ভালো খেলায়, ধর্মশালাতে প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয় এই বাঁহাতি পেসারকে। সূত্রের খবর, সেখানেই তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কারে।
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ২টি ৪ দিনের ম্যাচ ও ৫টি এক দিনের ম্যাচ খেলবে ভারত। প্রাথমিক ভাবে ২টি ৪ দিনের ম্যাচের জন্য অর্জুনকে বেছে নেওয়া হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি