ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৩ ডিসেম্বর ২০২২

সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন দাস। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় লিটনকে অধিনায়ক করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন  লিটন এবং নেতৃত্ব দেয়ার সকল গুণাবলী তার মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার মধ্যে ক্রিকেটীয় দূরদৃষ্টি আছে এবং খেলাটি খুব ভালভাবে বুঝতে পারে।  অধিকাংশ গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানোটা অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভাল ক্রিকেট খেলেছে এবং এই ফর্মেটে সে আমাদের দলের একজন ভাল খেলোয়াড়। তাকে আমরা মিস করবো, তবে অধিনায়ক হিসেবে লিটনের ভাল করার মতো সবকিছুই আছে।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানেড অভিষেক হওয়ার পর এ ফর্মেটে এ পর্যন্ত লিটন  ৫৭ ওয়ানডেতে ১ হাজার ৮৩৫ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত  সর্বোচ্চ  ১৭৬ রানের ইনিংসটিও রয়েছে লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসটি খেলেছিলেন লিটন।

আগামী ৪ এবং ৭ ডিসেম্বর সিরিজর প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে শেরে-বাংলা স্টেডিয়ামে। আর ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি