ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের রাজস্থানে একটি মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যদিও এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বারমেরের এক প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

এসময় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। প্যারাসুটের সাহায্যে বের হয়ে যান পাইলট।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। এর আগেই যুদ্ধবিমানটি আগুনে পুড়ে যায়। 

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।
 
এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, ফাইটার জেটটি উড্ডয়নের পর এতে যান্ত্রিক ত্রটি দেখা দেয়। বাধ্য হয়ে যুদ্ধবিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যান পাইলট। দুর্ঘটনার বিস্তারিত জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি