ভারতের স্বাধীনতা দিবস আজ
প্রকাশিত : ১০:৪৮, ১৫ আগস্ট ২০২৩
ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তরে পা রাখলো ভারতের স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৫ আগস্ট প্রায় দুশ’ বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের আকাশে ঝলসে উঠেছিল ভারতের স্বাধীনতার মুক্তিসূর্য। হাজার হাজার শহীদের রক্তে রাঙা পথ পেরিয়ে জন্ম নিয়েছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
তারপর কেটে গেছে সাড়ে সাত দশক। বিশ্বের দরবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে ত্রিবর্ণরঞ্জিত নিশান। এশিয়ার গণ্ডি পেরিয়ে ভারত দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে।
১৭৫৭ সালে পলাশীর রণাঙ্গনে অস্তমিত হয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য। দীর্ঘ ২০০ বছর ধরে চলেছে মুক্তি অর্জনের লড়াই। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সশস্ত্র বিপ্লববাদী লড়াই, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম সহ অসংখ্য লড়াই লিখেছে নতুন ইতিহাস।
লালকেল্লা থেকে নামতে বাধ্য হয়েছে ইউনিয়ন জ্যাক।
এএইচ
আরও পড়ুন