ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে একদিনে আরো ৪৪,৬৪৩ জন আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৪ হাজার ৬৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে তিন কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৭৫৭ জনে দাঁড়ালো।

এদিকে ভারতে পর পর তৃতীয় দিনের মতো কভিড-১৯ রোগে আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা বেড়ে যেতে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর পিটিআই’র।

গত এক দিনে নতুন করে ৪৬৪ জন করোনাভাইরাসে প্রাণ হারানোয় ভারতে মৃতের সংখ্যা বেড়ে মোট চার লাখ ২৬ হাজার ৭৫৪ জনে দাঁড়ালো।

স্থানীয় সময় সকাল আটটায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় রোগির সংখ্যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশ। দেশটিতে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে আক্রান্ত সক্রিয় রোগির সংখ্যা তিন হাজার ৮৩ জন বৃদ্ধি পেয়েছে।

ভারতে বৃহস্পতিবার ১৬ লাখ ৪০ হাজার ২৮৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৪৭ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬শ’ ৫০ জনের এই ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রাত্যহিক আক্রান্তের হার ২.৭২ শতাংশ। গত ১১ দিন ধরে দেশটিতে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি