ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে করোনায় আক্রান্ত ৩৯ হাজার ৭৯৬ জন, মৃত্যু ৭২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ভারতে একদিনে করোনায় ৩৯ হাজার ৭৯৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি পাঁচ লাখ ৮৫ হাজার ২২৯ জনে।

একদিনে আরো ৭২৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ দু’হাজার ৭২৮ জনে। 

গত ৮৮ দিনে এ সংখ্যা সর্বনিম্ন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ খবর জানিয়েছে। 

বর্তমানে করোনায় চিকিসাধীনের সংখ্যা আবারো কমে হয়েছে চার লাখ ৮২ হাজার ৭১ জনে যা মোট সংক্রমণের ১.৫৮ শতাংশ। 

দেশটিতে বর্তমানে করোনা শনাক্তের হার ২.৬১ শতাংশ। গত ২৮ দিন ধরে সংক্রমণ পাঁচ শতাংশের নিচে রয়েছে। মৃত্যুহার ১.৩২ শতাংশ। 

গত ৫৩ দিন ধরেই সুস্থতার হার বাড়ছে। বর্তমানে মোট সুস্থ হয়েছে দুই কোটি ৯৭ লাখ ৩০ জন।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি