ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৩

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১৬ বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নোম্যান্সল্যান্ডে ফেরত আসাদের হস্তান্তর করে।

তারা হলেন বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। 

এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, ফেরত আসা এসব যুবকেরা কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের এক থেকে চার বছরের সাজা দেয়। সাজা শেষে রোববার তারা দেশে ফিরেছে। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে নিজ জিম্মায় তারা বাড়ি ফিরে যাবেন বলে জানান ওসি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, এরা কেউ কেউ পাচারের শিকার ও কেউ কেউ স্ব-ইচ্ছায় ভারতে অবস্থানের পর সেদেশের পুলিশের হাতে আটক হয়। এরপর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যেগে বিভিন্ন জেল থেকে সাজার মেয়াদ শেষে নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। থানা থেকেই তারা নিজের বাড়ি ফিরে যাবেন।

যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, পাচার হওয়া ও স্ব-ইচ্ছায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা পুলিশের হাতে আটক হয়। তাদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আমরা সরকারের মাধ্যেমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করি। তারই ধারাবাহিকতায় ১৬ বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছে। 

ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার দাপ্তরিক কার্যক্রম শেষে তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি