ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতে ক্রেনের নীচে চাপা পড়ে ১৬ শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১ আগস্ট ২০২৩

ভারতের মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনা ঘটেছে। নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়লে ক্রেনের নীচে চাপা পড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

এনডিটিভি বলছে, আজ মঙ্গলবার ভোরে থানে জেলার শাহাপুরের কাছে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, ধসে পড়া ক্রেনের ভিতরে আরও পাঁচজন আটকা পড়েছে। শ্রমিকরা একটি গার্ডার লঞ্চিং মেশিন পরিচালনা করছিলেন যা বড় বড় ইস্পাতের বিম সরানোর কাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একটি ক্রেন ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। এদিকে, পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীসহ অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে গত ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি