ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৩০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ২ জুন ২০২৩ | আপডেট: ২৩:৩৪, ২ জুন ২০২৩

ভারতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। ওড়িশা রাজ্যের বালাসোরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দুটি ট্রেনের সংঘর্ষে যাত্রীরা হতাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল। পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শার্মা প্রথমে জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার শালিমার স্টেশন থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় ট্রেনটি। ওড়িশার বালাসোর জেলার বাহানাগা স্টেশনে গিয়ে মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় করমণ্ডল এক্সপ্রেস নামের ওই ট্রেন। মালবাহী ট্রেনটি কর্ণাটকের বেঙ্গালুরু থেকে কলকাতায় আসছিল। 

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের অন্য আরো কয়েকটি গণমাধ্যমে বলা হয়, করমণ্ডল এক্সপ্রেসের তিনটি বগি ছাড়া সবই লাইনচ্যুত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আটকা পড়েছে দুই শতাধিক যাত্রী। বিপুলসংখ্যক হতাহতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি