ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভারতে দূতাবাস বন্ধ করলো আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১ অক্টোবর ২০২৩

ভারতে দূতাবাসের কার্যক্রম আজ ১ অক্টোবর থেকে বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

শনিবার দেশটির পক্ষ থেকে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়।

ভারত সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তিন পৃষ্ঠার বিবৃতিতে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও  হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে শুধু ভারতকেই দোষারোপ নয়, দিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্য না থাকাও দূতাবাস বন্ধের অন্যতম কারণ।

যদিও ভারতের আফগান দূতাবাসের দেয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ শক্তভাবে নাকচ করা হয়েছে। 

এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। ফলে নয়াদিল্লীর আফগান দূতাবাসে আগের সরকারের পতাকা ওড়ানো হবে, নাকি বর্তমান তালেবানের পতাকা ওড়ানোর অনুমতি দেয়া হবে, তা নিয়ে চলছিল সংশয়। এরই মধ্যে বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার।

ইতিমধ্যেই আফগানিস্তানের ৫ জন কূটনৈতিক ভারত ছেড়ে ইউরোপ ও আমেরিকায় চলে গিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি