ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতে নতুন করে আক্রান্ত সাড়ে ৪২ হাজার, মৃত্যু ৮৯৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১১ জুলাই ২০২১

মহামারী করোনায় বিধ্বস্ত ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪২ হাজার ৪৬৪ জন এবং মৃত্যু হয়েছে আরও ৮৯৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২ জনে এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৭২ জনে। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আজ রোববার এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, ভারতে বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে চার লাখ ৫৪ হাজার ১১৮ জন, যা মোট সংক্রমণের ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৭.২০ শতাংশ। দেশটিতে দৈনিক শনাক্তের হার বর্তমানে ২.২৫ শতাংশ। 

নতুন করে মারা যাওয়া ৮৯৯ জনের মধ্যে ৪৯৪ জনই মহারাষ্ট্র এবং ১০৯ জন কেরালা রাজ্যের বলে জানা গেছে।

অন্যদিকে করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৮ কোটি ৭৩ লাখ ১১ হাজার ৮৪৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৩ হাজার ৮৯১ জনের। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৭ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৩২৫ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৬৩০ জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি