ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে নতুন করে ৩৫৪ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে নতুন করে ২৫ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে। এদিকে দেশটিতে সক্রিয় রোগির সংখ্যা কমে বর্তমানে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ০.৯৮ শতাংশ। ২০২০ সালের মার্চের পর এটি সর্বনিম্ন। 

মঙ্গলবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

খবরে বলা হয়, ভারতে এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩ জনে।

স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৩৫৪ জনের প্রাণহানি ঘটায়  দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৫ হাজার ১১০ জনে দাঁড়ালো।

মন্ত্রণালয় জানায়, সক্রিয় রোগির এ সংখ্যা ১৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠার হার বৃদ্ধি পেয়ে ৯৭.৬৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালের মার্চ থেকে এ হার সর্বোচ্চ।

ভারতে প্রাত্যহিক হিসাবে গত ২৪ ঘণ্টার পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১.৯৪ শতাংশ। বিগত ২৮ দিন ধরে দেশটিতে এ হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি