ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতে বাস নদীতে, নিহত ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৩ ডিসেম্বর ২০১৭

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে ৩২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে বাসটি লাল সোথ থেকে যাত্রীদের নিয়ে প্রায় ৬৫ কিলোমিটার দূরে সাওয়াই মাধোপুর যাওয়ার সময়দুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৬ বছরের এক বাস কন্ডাক্টর বাসটি চালাচ্ছিলেন। বাসটির গতিও খুব বেশি ছিল। চালক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি