ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতে বিবিসির চারটি নতুন ভাষায় সম্প্রচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ৬ অক্টোবর ২০১৭

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস চারটি ভারতীয় ভাষায় সম্প্রচার শুরু করেছে। ভাষাগুলো হচ্ছে মারাঠি, গুজরাটি, তেলেগু এবং পাঞ্জাবি। উনিশশো চল্লিশ সালের পর থেকে এটিই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সবচেয়ে বড় সম্প্রসারণ।

হিন্দি, উর্দু, তামিল এবং বাংলার পাশাপাশি নতুন এই চারটি ভাষায় ভারতে সম্প্রচারিত হবে বিবিসি।

ব্রিটিশ সরকারের অর্থায়নে এই সম্প্রসারণ সম্ভব হয়েছে। এই প্রকল্পের অধীনে মোট ১১টি নতুন ভাষার সম্প্রচার শুরু হচ্ছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে এখন ৪০টি ভাষায় সম্প্রচার হয়ে থাকে।

বিবিসির মহাপরিচালক টোনি হল এই নতুন পরিষেবাগুলির উদ্বোধন করতে এই মুহূর্তে ভারতে রয়েছেন।

দিল্লিতে বিবিসি ব্যুরোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, "নিরপেক্ষ, স্বাধীন সংবাদ পরিবেশনার জন্য বছরের পর বছর ধরে ভারতের শ্রোতারা বিবিসির ওপর ভরসা রেখেছেন - আর আজ আরও লাখ লাখ ভারতীয় তাদের নিজের ভাষায় বিবিসিকে কাছে পাওয়ার সুযোগ পাবেন।"

নতুন চারটি ভাষায় সংবাদ পরিষেবা প্রচার করা হবে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তেলেগু টিভি বুলেটিন `বিবিসি প্রপঞ্চম` শুরু হবে সোমবার রাত থেকেই। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ইনাডু টিভি অন্ধ্র প্রদেশ ও ইনাডু টিভি তেলেঙ্গানাতে।

এই সম্প্রসারণ ভারতে বিবিসির খুব তাৎপর্যপূর্ণ এক বিনিয়োগ - যার অংশ হিসেবে দিল্লির নিউজ ব্যুরোর পরিসরও বৃদ্ধি পেয়েছে, সংযোজিত হয়েছে দুটি নতুন টিভি স্টুডিও।

ব্রিটেনের বাইরে বিবিসির বৃহত্তম ব্যুরো এখন দিল্লিতেই।

এই ব্যুরো সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি ভিডিও, টিভি ও ডিজিটাল কনটেন্ট প্রডাকশন হাবে পরিণত হবে।

সূত্র : বিবিসি ও গার্ডিয়ান

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি