ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে বিশ্বকাপ খেলতে ফের শর্ত দিলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে আবারো শর্ত দিলো পাকিস্তান। ১২টি শহরে ম্যাচ আয়োজনের ব্যবস্থা থাকলেও নিজেদের পছন্দ মতো দুটি শহরে দল পাঠাতে চায় পিসিবি।

চলতি বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বেশ বিপাকে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

এশিয়া কাপের আসর পাকিস্তানে ও ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় কোহলি-রোহিতরা। 

ফলে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের খেলাকে কেন্দ্র করে একের পর এক শর্ত দিচ্ছে পাকিস্তান। নতুন শর্ত মতে ভারতে দল পাঠালেও শুধু কলকাতা ও চেন্নাইয়ের স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে চেয়েছে পাকিস্তান। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। 

আইসিসি চাইছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি আয়োজন করতে। যেখানে ১ লাখ দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে বেশ লাভবান হবে আইসিসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি