ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারতে ভয়াবহ রূপে করোনার নতুন স্ট্রেন, আক্রান্ত বেড়ে ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১০:১০, ১ জানুয়ারি ২০২১

সম্প্রতি ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতে। নতুন করে আরও ৫ জনের শরীরে পাওয়া গেছে ভাইরাসটির অস্তিত্ব। ফলে দেশটিতে নতুন প্রকারের করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে দাঁড়িয়েছে। খবর আনন্দবাজারের। 

নতুন পাঁচ জনের মধ্যে চার জনের সংক্রমণ ধরা পড়ে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। দিল্লির ইনস্টিটিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতে একজনের জিনোম সিকোয়েন্স করা হয়েছে। প্রত্যেকেই আইসোলেশনে আছেন। 

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ‘সম্প্রতি ব্রিটেন থেকে দিল্লিতে আসা ৩৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে চারজন নতুন স্ট্রেনে সংক্রমিত।’

তিনি জানান, ‘রোগীদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খুঁজে বার করায় জোর দিচ্ছে সরকার। দিল্লির করোনা পরিস্থিতি আশাব্যঞ্জক। সেখানে সংক্রমণের হার ১৫ দশমিক ২৬ শতাংশ থেকে শূন্য দশমিক ৮ শতাংশে নেমেছে। প্রায় ৮৫ শতাংশ শয্যা ফাঁকা রয়েছে। 

এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার মতে, নভেম্বর বা ডিসেম্বরের গোড়াতেই স্ট্রেনটি ভারতে ঢুকে পড়েছিল, এমন একটা সম্ভাবনা রয়েছে। কারণ সেটি ব্রিটেনে দেখা দিয়েছিল সেপ্টেম্বরে। তবে ভারতে সুস্থতার হার খুব বেশি। ফলে স্ট্রেনটি দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম হলেও এ দেশে গত চার-ছয় সপ্তাহের মধ্যে সংক্রমণ চোখে পড়ার মতো বাড়েনি। 

তাৎপর্যপূর্ণ ভাবে, দেশে সুস্থতার হার ৯৬ শতাংশ পেরিয়েছে বলে আজ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট সুস্থের সঙ্গে অ্যাক্টিভ রোগীর সংখ্যার ব্যবধান এখন ৯৬ লাখের বেশি। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি