ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে মৃতের সংখ্যায় আবারও রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৯ মে ২০২১ | আপডেট: ১১:২৮, ১৯ মে ২০২১

Ekushey Television Ltd.

ভারতে গতদিনের থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। দুই দিন আগে যা নেমেছিল ৩ লাখের গন্ডির নীচে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন। আজ বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। তবে ভালো এই যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন দৈনিক আক্রান্তের চেয়ে অনেকটাই বেশি।

দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। বর্তমানে তা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯ জন। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের পরিসংখ্যান। ৪ হাজারের গন্ডি ছেড়ে পাঁচের দিতে যাচ্ছে মৃত্যু।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ৩২৯ জন। যা রেকর্ড ছিল। সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে আজ বুধবার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনে। 

করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ১৯ হাজার ৮৬ লক্ষ ৩৬৩ জন। 
সূত্র : জি নিউজ
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি