ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভারতে যৌনতা মানেই বিয়ে : বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ১৮ নভেম্বর ২০১৭

বিদ্যা বালানের নতুন সিনেমা ‘তুমহারি সুলু’ শুক্রবার মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারে গিয়ে বিদ্যার মুখে উঠে এসেছে ‘সেক্স’ প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘এটা খুবই হাস্যকর যে বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও, সর্বসমক্ষে আমরা সেক্স নিয়ে কথা বলতে পারি না। এখানে সেক্স বিষয়টাকে খুব নিচু করে দেখানো হয়। কারণ এ দেশের সংস্কৃতিতে যৌনতা মানেই বিয়ে।‘

‘তুমহারি সুলু’ সিনেমাতে একজন আরজে (রেডিও জকি)-র ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। সাধারণ এক গৃহবধূ মাঝরাতে রেডিও জকি হয়ে শো সঞ্চালনা করেন। সেই সময় তার কণ্ঠে শুধুই আবেদন। কাজের সুবাদে রাতজাগা প্রেমিক-চৌকিদার-পাগলদের জন্য তাকে বলতে হয়, ‘সেক্স আর পাঁচটা কাজের মতোই একটা কাজ’।

তিনি আরও বলেন, ‘আমরা যেমন বলি চলো ওয়াশিং মেশিন চালাই। তেমনই বলা উচিত চলো, সেক্স করি।’

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি