ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাত বাংলাদেশি নারী ও পুরুষ। 

শনিবার (১৯ এপ্রিল) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। 

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসারা হলেন- ঢাকার যাত্রাবাড়ী এলাকার মনির হোসেনের মনিকা আক্তার (২১), সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল মুজিতের মেয়ে কাজল গাজী (২৭), একই জেলার আশাশুনির ইমতিয়াজ আহমেদ সোনার মেয়ে আমবিয়া বিবি (৩২), যশোর মনিরামপুরের জহির আলীর মেয়ে লাইলী বেগম (৩১), একই উপজেলার রনি হোসনের মেয়ে আখলিমা খাতুন (২২), খুলনার রূপসার জিয়া সরদারের ছেলে ইসলাম সরদার (৫৭) ও বগুড়ার মোহাম্মদ মহসিনের মেয়ে সাবিনা বিবি(২৫)। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যান। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন এবং আদালত তাদের তিন থেকে-ছয় বছরের সাজা দেয়। 

সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফেরেন। পরে তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয় বলে জানান ওসি।

ইমিগ্রেশন ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থা ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দিতে থানা থেকে গ্রহণ করে যশোরের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যাবেন বলে জানান সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি